উন্মাদক বাঁশি

by Jahnabi Barooah

এই তারাময় আকাশী রাতে,
উজ্জ্বল চাঁদের তলায়,
রে শ্যাম,
তুই কোথায় বাজাইতেছিস
তোর উন্মাদক বাঁশি?
পাগল বানাইল আমাকে।

মধুবনের ভিতরে তোকে খুঁজলাম,
খুঁজলাম পর্ণকুটিরে,
পদ্মের বিছানার পাশে।
মনে আছে প্রেম করেছিলাম আমরা ওখানে?
তোর গন্ধ রয়ে গেছে,
আর বাঁশির উন্মাদক নাদ।
রে শ্যাম,
তুই কোথায় আছিস বাঁশি বাজাইয়া?
–জাহ্নবী বরুয়া