শ্যামল

by Jahnabi Barooah

শিউলি ফুলের মালা গেঁথে,
অঙ্গে-অঙ্গে চন্দন মেখে,
শ্যামল রেশমী শাড়ি পরে,
পানের বাটা সাজিয়ে,
আমি দাঁড়িয়ে আছি অঙ্গনে,
এই শারদী পূর্ণিমা রাতে।
তুই কোথায় আছিস লুকিয়ে?

মুখ তুলে দেখি আকাশে,
শরদিন্দু ইতিমধ্যে ফ্যাকাশে,
বাগানের শিউলি ফুলে তিল তিল অশ্রু-বিন্দু,
আর আমার বুকের অশ্রুবিন্দু সাগর–
শুকনো এখন আঁচলে।
কিরে কিশোর,
দেখ আমার আঁচলের রং!
তোর শ্যামের চেয়েও বেশি শ্যাম!
–জাহ্নবী বরুওয়া